কুমিল্লার পূজামণ্ডপে ঘটনায় মেয়র পিএস বাবুকে গ্রেফতার

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন  কুমিল্লা প্রতিনিধি  জানান ====
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় মণ্ডপে ভাঙচুর ও নাশকতা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ব্যক্তিগত সহকারীকে (পিএস) মহিউদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (৬ নভেম্বর) রাতে বাবুকে খাগড়াছড়ির সাজেক থেকে গ্রেফতার করে পুলিশ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল সাজেকের একটি রিসোর্ট থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।
গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার ঘটনায় বাবুর বিরুদ্ধে ভাঙচুর নাশকতার অভিযোগে পুলিশ ও পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এরপর থেকে বাসায় তালা বন্ধ করে পরিবার নিয়ে পালিয়ে যান।
পুলিশের একটি সূত্র জানিয়েছেন, মণ্ডপে কোরআন রাখায় ইকবাল হোসেন প্রধান অভিযুক্ত ব্যক্তি হলেও ওইদিন সকালে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে মেয়র পিএস বাবু অন্যতম।সংবাদ প্রকাশঃ  ০৭-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ