কুমিল্লার দেবিদ্বারে কুকুরের কামড়ে আহত ১৫

সিটিভি নিউজ ।।         মো.এনামুল হক ,দেবিদ্বার (কুমিল্লা) থেকে : দেবিদ্বার উপজেলায় পাগলা কুকুরের কামড়ের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত সকলকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গত বুধবার সকাল ও পরের দিন বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মরিচাকান্দা ও ধলাহাস গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পৌর এলাকার ধলাহাস গ্রামের মো. বশির মিয়া, মনিরুল ইসলাম, তৌফিকুল ইসলাম, সাহারা বেগম, সামিয়া আক্তার, খাদিজা বেগম, তাহেরা বেগম, জহিরুল ইসলাম, শাহীন মিয়া, মরিচাকান্দা গ্রামের পেয়ারা বেগম, জসিম উদ্দিন, ইকবাল হোসেন, কলি আক্তার এবং মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের চার বছরের শিশু সুরাইয়া আক্তার।

মরিচাকান্দা গ্রামের কাজল নামে এক ব্যক্তি জানান, দুটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তা বা বাড়ির পাশে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুরো মরিচাকান্দা ও পার্শ্ববর্তী ধলাহাস গ্রামের লোকজন ঘর থেকে বের হচ্ছে না, জনশূন্য হয়ে গেছে রাস্তা-ঘাট। বিশেষ করে শিশুদের নিয়ে মানুষ বেশি ভয়ে আছেন।

মরিচাকান্দার আক্তার হোসেন রবিন জানান, পাগলা কুকুর গুলোর মধ্যে একটি কুকুর এলাকার লোকজন একত্র হয়ে মেরে ফেলেছে। অন্য আরেকটি কুকুর এখনও এলাকায় ঘুরাঘুরি করছে। এটার ভয়ে কেউ রাস্তায় বের হচ্ছে না।

কুকুরের কামড়ে আহত বৃদ্ধ মো. বশির মিয়া বলেন, ‘কুকুরের কামড়ে আমি নিজে আহত হয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন ও ইনজেকশন দিয়েছি। ছেলে-মেয়ে নিয়ে আমরা আতঙ্কে রয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ নাজমুল আলম বলেন, ‘গত দুইদিনে ১৫ জনকে কুকুরে কামড়িয়েছে। আহত সকলকে ভ্যাকসিন ওজলাতঙ্কের ইনজেকশন দেওয়া হয়েছে। কুকুর দুটিকে চিহ্নিত করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে আমাকে জানিয়েছেন।

সংবাদ প্রকাশঃ  ১৮-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ