কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল চালক হত্যায় জড়িত ২ আসামী  গ্রেফতার

সিটিভি  নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সবজিকান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে মোঃ মনির(২৪) এবং দোনারচর গ্রামের মাইজ উদ্দিনের ছেলে আলাউদ্দি(৩০)।
গতকাল রাতে অভিযান চালিয়ে আটক করে মডেল থানা পুলিশ। আজ বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত দুজনই কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আটককৃত মনিরের বিরুদ্ধে ৩ টি মামলা এবং আলাউদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, দ্রুত বিচার ও মাদকের ১২ টি মামলা বিচারাধীন আছে। তাদের সহযোগীদের গ্রেফতার অভিযান চলমান আছে।

উল্লেখ্য, গত ১৭ মে রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর উপর অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন(২৬) নামে এক মোটরসাইকেল আরোহী খুন হয়। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা করেন নিহতে ভগ্নিপতি ইব্রাহিম।সংবাদ প্রকাশঃ  ১৯২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ