কুমিল্লার দাউদকান্দিতে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, ইউপি মেম্বারকে জরিমানা

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানান ====
কুমিল্লার দাউদকান্দিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) আশ্রাফ হোসেনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুকান্ত সাহা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আশ্রাফ হোসেন উপজেলা সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাও ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুকান্ত সাহা বলেন, আশ্রাফ মেম্বার ড্রেজার জমি থেকে দিয়ে মাটি উত্তোলন করছেন এমন অভিযোগে সেখানে অভিযান চালাই। এসময় তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে অবৈধ ড্রেজার মেশিনের ২০ হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়েছে। পরে এ ধরনের কাজ করবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।সংবাদ প্রকাশঃ  ১৩-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ