কুমিল্লার চান্দিনা ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৬

সিটিভি নিউজ।।    মোঃ আশিকুর রহমান রাসেল  সংবাদদাতা জানান ===

গত কাল বুধবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে চান্দিনা থানার পুলিশ, কুমিল্লা সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল সিনিয়র অফিসার জুয়েল রানার বিশেষ উদ্যোগে প্রতিনিয়ত চলছে চান্দিনা ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ বিশেষ টহল তারই উদ্যোগে চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মহাম্মদ ইলিয়াস জানান এস আই গিয়াস উদ্দিন সঙ্গীয় অফিসার সহায়তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় গোবিন্দপুর রাস্তার মাথায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে ১) আরিফ(২১), পিতা-জসিম, মাতা-আমেনা, ২য় পিতা-মৃত আঃ মালেক, নানা-মৃত ফজলু মিয়া, সাং-ভাগলপুর(ভৈইরাপুরি), থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, এ/পি=সাং-হাটখোলা(কালা মিয়া বাজারের পাশে, জাহাঙ্গীর মিয়ার ভাড়াটিয়া), থানা-বাকলিয়া, সিএমপি, চট্টগ্রাম, ২) আবুল(৩০), পিতা-মৃত ফিরোজ সওদাগর, মাতা-বকুলী, স্ত্রী-সুমী, সাং-রসুলপুর(ঈদগাঁহ কবরস্থানের পাশ), থানা-দেবিদ্ধার, জেলা-কুমিল্লা, ৩) মোঃ সামির(২৪), পিতা-নায়েব আলী, মাতা-রাবেয়া বেগম, সাং-ঘোড়ালিয়া(আয়াত আলীর বাড়ী), থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, ৪) মোঃ পারভেজ(২২), পিতা-মৃত আবু তাহের, মাতা-রাবেয়া বেগম, সাং-সাচার হাতিরবোন(মুসাফির বাড়ী), থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, এ/পি=চেয়ারম্যান গলি, কাশেম মিয়ার ভাড়াটিয়া, সুয়াগাজী, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা, ৫) সুমন(২০), পিতা-মৃত পাপন মিয়া, মাতা-হালিমা বেগম, সাং-সাচার হারি বোন(মুসাফির বাড়ী), থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, এ/পি=চেয়ারম্যান গলি, কাশেম মিয়ার ভাড়াটিয়া, সুয়াগাজী, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা, ৬) জসিম উদ্দিন(২৬), পিতা-মোঃ আক্কাস, মাতা-মোসাঃ মনি বেগম, সাং-রাজাখালী, বিশ^রোড এর পূর্ব পাশে, রেজিয়া কলোনী, পাকা ০২নং ঘর, থানা-বাকলিয়া, সিএমপি, চট্টগ্রাম, এ/পি=বামইল, বালুর মাঠ, ঈদগাঁহ মাঠের সামনে(পারভীনের বাসা), থানা-ডেমরা, ডিএমপি, ঢাকাদের কে ১) ০১টি প্লাষ্টিকের হাতল সহ লোহার বড় কার্টার, যাহা লম্বা অনুমান ২৪.৫ইঞ্চি, ২। ০১টি সুইচ গিয়ার, যাহা লম্বা ১০ইঞ্চি, ৩। ০১টি লোহার তৈরী রামদা, যাহা লম্বা ১৪ইঞ্চি, ৪। ০১টি কাঠের বাটযুক্ত ছোরা, যাহা বাট সহ লম্বা ১৩ইঞ্চি, ৫। ০১টি কাঠের বাটযুক্ত ছোরা, যাহা বাট সহ লম্বা ১১ইঞ্চি, ৬। ০১টি দেশীয় এসএস পাইপের তৈরী কুড়াল, যাহা লম্বা ১৯ইঞ্চি, ৭। ০২টি লোহার রড, যাহা প্রতিটি লম্বা অনুমান ১৯ইঞ্চিসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় এজাহারনামীয় এক জন সহ অজ্ঞাতনামা ৯/১০ জন পালিয়ে যায়। এজাহারের প্রেক্ষিতে চান্দিনা থানার মামলা নং- ০২, তাং- ০৩/০৬/২০২১, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, রুজু হয়। চান্দিনা থানা পুলিশের ডাকাতি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।সংবাদ প্রকাশঃ  ০৩২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ