কুমিল্লার অংশে দীর্ঘ যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের 

সিটিভি নিউজ।।      নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  ===========
কুমিল্লার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার কিলোমিটার একাজুড়ে সড়কের দুপাশে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
রবিবার সকাল থেকে মহাসড়কের দাউদকান্দির অংশে সড়কের দুই পাশে এ যানজটের সৃষ্টি হয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর থেকে গৌরিপুর বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৪ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা। ঢাকামুখী সড়কের হাসানপুর এলাকায় সড়কের সংস্কার কাজ করার কারণে এ যানজট সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, রবিবার সকাল থেকে পুনরায় হাসানপুর এলাকায় মহাসড়ক মেরামতের কাজ চলার কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। এজন্য থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।
কুমিল্লা সড়ক ও জনপথে নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ঈদের পর থেকে পুনরায় মহাসড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে আমারা চেষ্টা করছি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে।সংবাদ প্রকাশঃ  ১৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ