কুবি’র চলমান সকল পরীক্ষা স্থগিত

সিটিভি নিউজ।।    প্রেস বিজ্ঞপ্তি   =কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বর্ষের সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে আজ শুক্রবার (২৫ জুন) বিকাল ৪টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬২তম একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের পরীক্ষাসমূহকে অগ্রাধিকার দিয়ে পরীক্ষা কমিটির সুচী অনুযায়ী পরীক্ষাসমূহ পূণরায় গ্রহণ করা হবে। বিদ্যমান পরিস্থিতিতে পরীক্ষা উপলক্ষে আগত বিভিন্ন জেলার শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নিরাপদে তাদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস সার্ভিসের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির এক মিটিং-এ সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত করার সুপারিশ করা হয়।

(মোহাম্মদ এমদাদুল হক)
জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।

সংবাদ প্রকাশঃ  ২৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ