কুবিতে রেজিস্ট্রার বিরোধী আন্দোলন অব্যাহত

সিটিভি নিউজ।।     সাইফুল ইসলাম ফয়সাল সংবাদদাতা জানান ===
টানা দ্বিতীয় দিনের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণের দাবিতে আন্দোলন চলছে। গতকাল সন্ধ্যায় রেজিস্ট্রার দপ্তরে আন্দোলনকারীদের ঝুলানো তালা আজ বৃহস্পতিবারও খোলা হয় নি।
দুপুরে রেজিস্ট্রার দপ্তরের সামনে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের জড়ো হয়ে “এক দফা এক দাবি, রেজিস্ট্রারের পদত্যাগ চাই”, ” রেজিস্ট্রারের পদত্যাগ, দিতে হবে দিয়ে দাও”- সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়৷ এ সময় অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাবো৷
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বর্তমান রেজিস্ট্রার তাঁর স্বপদে ফিরে গেলেই তো ঝামেলা মিটে যায়। সরকার উনাকে নিয়োগ দিয়েছেন অধ্যাপনার জন্য কিন্তু দায়িত্ব পালন করছেন কর্মকর্তার যা সরকারের অর্থের অপচয়। এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে  একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায় নি। প্রসঙ্গত, কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বঞ্চিত করা, জামাত-শিবির পন্থীদের সুবিধা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা বুধবার থেকে প্রশাসনিক ভবনে আন্দোলন করছেন।সংবাদ প্রকাশঃ  ২১-০১-২০২২ খ্রীষ্টাব্দ (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে= লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ