কুবিতে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।   প্রেস বিজ্ঞপ্তি== হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় প্রশাসন ভবনের ৪১১নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান।। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রচনা প্রতিযোগিতার উপ-কমিটির আহবায়ক ড. মোহা. হাবিবুর রহমান।
প্রধান অতিথি প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, কুমিল্লা বিশ^বিদ্যালয়ে অনেক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংগঠন আছে যারা বঙ্গবন্ধুর ধ্যান, ধারণা ও আদর্শে বিশ্বাসী। বিরূপ আবহাওয়ার কারণে আজকের অনুষ্ঠানে অনেকেই আসতে পারেন নাই। যারা এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে তোমরা যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, আমি তোমাদের সবাইকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধু বাঙালি জাতির সম্পদ। তোমরা বঙ্গবন্ধুর ধ্যান, ধারণা ও আদর্শকে লালন করবে এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিবে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি ও রচনা প্রতিযোগিতার উপ-কমিটির আহবায়ক ড. মোহা. হাবিবুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।সংবাদ প্রকাশঃ  ১৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ