কালীগঞ্জে ৭৫টি ঘর পাচ্ছেন গৃহহীন পরিবার এটা মুজিববর্ষের ঈদ উপহার-ইএনও

সিটিভি  নিউজ।।   মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধিঃ=========  মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের প্রতিটি জেলা, উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি অর্থায়নে নির্মিত জমি ও গৃহ প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

এ উপলক্ষে কালীগঞ্জ আজ সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যম কর্মিদের সাথে এক মতবিনিময় সভায় একথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। তিনি বলেন, কালীগঞ্জ উপজেলায় আগামীকাল ৭৫টি গৃহহীন পরিবারকে ২ শতক জমির উপর নির্মিত একটি করে পাকা ঘর হস্তান্তর করা হবে। যার প্রতিটি ঘরের সাথে রয়েছে বিদ্যুৎ সংযোগ সুবিধা সহ একটি করে অগভীর নলকূপ, রান্না ঘর ও সংযুক্ত বাথরুম। এটা মূজিব বর্ষের ঈদ উপহার হিসাবে ভূমিহীনদের প্রদান করা হবে। ইতিমধ্যে ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে ১৯টি এবং ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে ১১টি ঘরের নির্মান কাজ পূর্ণঙ্গভাবে সম্পূর্ন হয়েছে। বাকী ৪৫টি ঘরের নির্মার্ণ কাজ সম্পন্ন হবার পথে। সাদিয়া জেরিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সম্পূর্ন রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থায় ঘরগুলো নির্মান কাজ তিনি নিজে উপস্থিত থেকে তদারকি করছেন। সরকারি খাস জমিতে এই ঘরগুলো নির্মান করে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মাঝে বিতরন করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, চিত্রা এবং নবগঙ্গা খননের জন্য পানি উন্নয়ন বোর্ড ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে। সুবিধামত সময় তারা নদিগুলো খনন কাজে হাত দেবেন। সংবাদ প্রকাশঃ  ২৫-০৪-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ