কালীগঞ্জে অবৈধ ডেন্টাল ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের হানা :  ২৫ হাজার টাকা জরিমানা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ ।।      মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি   ================
ঝিনাইদহের কালীগঞ্জে যত্রতত্র ভাবে গজিয়ে উঠা ডেন্টাল ক্লিনিক ও নাজমা সার্জিক্যাল ক্লিনিকে ভ্রাম্যমান অদালত পরিচালন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া জেরিন। রবিবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
কালীগঞ্জে প্রায় অর্ধ শতাধিক অবৈধ ডেন্টাল ক্লিনিক যাদের মধ্যে ফিরোজ ডেন্টাল,আমিন ডেন্টাল,সিটি ডেন্টাল,ইউনাইটেড ডেন্টাল,আপন ডেন্টাল,হাসিনা ডেন্টাল,পলি ডেন্টাল,মিলন ডেন্টাল,শামীম ডেন্টাল সহ অনেক ডেন্টাল ক্লিনিকে নিয়মমাফিক চিকিৎসক সেবা না দেওয়ার কারনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
কোনোটিতে নেই কোন অভিজ্ঞ টেকনিশিয়ান ও বৈধ কাগজপত্র। আবার ক্লিনিকের জন্য যে ধরনের জায়গা আবশ্যক তারও সংকট। সংকীর্ণ জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ ও পুরনো যন্ত্রাংশের ব্যবহারে করা হচ্ছে দাতের চিকিৎসায়। যে কারনে ছন্দা হলের বিপরীতে অবস্থিত শোভা ডেন্টালকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে নাজমা সার্জিক্যাল ক্লিনিককে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। বেশ কিছু ডেন্টাল ক্লিনিককে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার সংবাদ পেয়ে অবৈধ ডেন্টাল ক্লিনিক মালিকগন নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।
অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল সার্জন ডাঃ মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ কৌশিক সাদিক  এবং কালীগঞ্জ থানার এসআই প্রতীকসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
 শুধু ভ্রাম্যমান আদালত নয়,নিয়মিত মনিটরিং এর মাধ্যমে দাতের চিকিৎসা মানুষের দোড় গোড়ায় পৌছাক এমনটি প্রত্যাশা করেন ভুক্তভোগী ও সাধারন মানুষ।সংবাদ প্রকাশঃ  ২২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email