কালাই টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা উপহার

সিটিভি নিউজ।। গত ১৯ আগষ্ট   বুধবার সকাল জয়পুরহাট জেলার কালাই উপজেলা পরিষদে লাল সবুজ উন্নয়ন সংঘ  জয়পুরহাট জেলা শাখার অায়োজনে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়। লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তর ও কাকলি শিশু নিকেতন বিদ্যালয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবারক হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহাকারী কমিশনার ভূমি মোঃ মিনহাজুল ইসলাম। লাল সবুজ উন্নয়ন সংঘ জয়পুরহাট শাখার সভাপতি রাসেল অাহমেদ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রাসেল অাহমেদ, সিনিয়র সদস্য নূর ইসলাম, অাবু হাসান, সাদাত, মেফতা প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা বিভিন্ন গ্রামের বাড়ি গিয়ে তাঁদের টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করে যাচ্ছেন। অাগামী তিন মাস কার্যক্রমটি সারাদেশে পরিচালনা করবে লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা। এবছর ১ লক্ষ ঘরে গাছের চারা উপহার দিবে লাল সবুজ।সংবাদ প্রকাশঃ  ১৯২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ