কালচারাল  অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যার বিচারদাবীতে কুমিল্লায় মানব বন্ধন

সিটিভি নিউজ।।  গত   ২৭ মার্চ টাঙ্গাইল  এর জেলা কালচারাল  অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যার
প্রতিবাদে ও বিচারদাবীতে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয় এর  মাধ্যমে প্রদান করা হয়। । এসময়  অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক,  জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ,কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লার কর্মকর্তা আল আমীন উপস্থিত ছিলেন।

 এর আগে সকালে  জেলা শিল্পকলা একাডেমীর সামনের রাস্তার পাশে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মানববন্ধন চলাকালে  প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক,নাট্যকার শাহজাহান চৌধুরী,কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লার কর্মকর্তা আল আমীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব   চন্দন দেব রায়,   সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাশেম, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির,   আজাদ সরকার লিটনসহ আরো অনেকে।

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে কুমিল্লায় সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ (৩১ মার্চ ২০২১)। গত ২৭ মার্চ টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালের ১১নং কেবিনে চিকিৎসাধীন অবস্থায় হত্যার শিকার হন রেদওয়ানা ইসলাম।
আজ সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লার সামনে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের পরিচালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি এডহক কমিটির সদস্য অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, নাট্যজন শাহজাহান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি আবুল কাশেম, চারুশিল্পী চন্দন দেবরায়, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শিল্পী সুলতান শাহরিয়ার, অভিজিৎ সিনহা মিঠু, একরামুল হক, অভিজিৎ সরকার, হরিপদ চৌধুরী, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, অশোক বড়ুয়া, বাহার রায়হান, ওমর ফারুকী তাপস, মোঃ সাদেক, জাহাঙ্গীর আলম ইমরুল, সংগীত শিল্পী ইশতিয়াক পল্লব, ইয়াসিন সামী, ওমর ফারুক, যন্ত্রশিল্পী মোঃ জহির, সাগর, নাট্যশিল্পী মাহফুজুর রহমান বাবুল, বিল্লাল হোসেন, কাইয়ুম ভুইয়া, কিবরিয়া হাসিব, সালাউদ্দিন মিন্টু, মোঃ ওমর ফারুক, রুমানা, মনজুরুল হক, সংগঠক আজাদ সরকার লিটন, আল মামুন, প্রমুখ।
মানববন্ধন শেষে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ প্রকাশঃ  ৩১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ