কর্ণেল তাহের ছিলেন ক্ষণজন্মা এক পুরুষ

সিটিভি নিউজ।।   কর্ণেল আবু তাহের বীর-উত্তম ছিলেন ক্ষণজন্মা এক পুরুষ। মহান স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় এক সাহসী যোদ্ধা, আবু তাহের   ( জন্ম ১৪ নভেম্বর ১৯৩৮ — মৃত্যু ২১ জুলাই ১৯৭৬)  একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা এবং বামপন্থী বিপ্লবী নেতা ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার। দেশ স্বাধীনের পর দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে জাতির জনকের নির্দেশেই  কাজ করেছিলেন।  সামরিক ট্রাইব্যুনালের রায়ে ১৯৭৬ সালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। কর্ণেল তাহের ছিলেন কুমিল্লা ইউসুফ বহুুমূখি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ১৯৫৫ সালে এই স্কুল থেকেই তিনি মেট্রিক পাশ করেছিলেন। বীর-উত্তম কর্ণেল আবু তাহেরের ৮২তম জন্মদিনে বক্তারা এসব কথা বলে তাঁকে স্মরণ করেন ।  ১৪ নভেম্বর বিকেলে কুমিল্লা ইউসুফ হাই স্কুল মিলনায়তনে কর্ণেল তাহের স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট শহীদুল হক স্বপন। আলোচনায় অংশ নেন ডাঃ মোসলেহ উদ্দিন,জেলা জাসদের সভাপতি অধ্যাপক সফিকুর রহমান, কুমিল্লা ইউসুফ হাই স্কুলের প্রাক্তন ছাত্র ও শিক্ষক ছড়াকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, লেখক, কলামিস্ট ও গবেষক এবিএম আহসানুল কবির,শিক্ষক সুভাষ চন্দ্র, অধ্যাপক রুহুল আমিন বকুল,ইমরাদ জুলকারনাইন ইমন। কর্ণেল  তাহেরের শেষ চিঠি পাঠ করেন মহানগর জাসদের সমন্বয়ক খায়রুল আজিম শিমুল। সভা পরিচালনা করেন নাসিরুল ইসলাম মজুমদার।  অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গনে ৫টি কৃষ্ণ চূড়া গাছের  চারা রোপন করা হয়। সংবাদ প্রকাশঃ  ১৪১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ