করোনা প্রতিরোধে – কুমিল্লায় আওয়ার লেডি অব ফাতিমা গার্লস স্কুলে নাটাবের মাস্ক বিতরণ

সিটিভি নিউজ।।    কুমিল্লা প্রতিনিধি।। জানান ===
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লা জেলার শাখার উদ্যেগে বুধবার সকালে কুমিল্লা আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলে করোনা প্রতিরোধের সামাজিক আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মালতী মিটিল্ডা কোড়াইয়ার সভাপতিত্বে ও নাটাব কুমিল্লার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের সঞ্চালনায় আয়োজিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও লায়ন্স ক্লাব অব গ্রেটার কুমিল্লার সাবেক সভাপতি জামিল আহমেদ খন্দকার, নাটাব কুমিল্লার সহ সভাপতি সাংবাদিক আবুল হাসানাত বাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো রিপোর্টার জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার নির্বাহী সদস্য এন কে রিপন , দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সুফিয়ান রাসেল, রুবেল মজুমদার প্রমুখ।
মাস্ক ও লিফলেট বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ দেন এবং তা মেনে চলার জন্য অনুরোধ করেন।
নাটাব কুমিল্লার পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ১৫০টি মাস্ক ও লিফলেট বিতরন করেন।

সংবাদ প্রকাশঃ  ২৯-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ