কচুয়ার পশ্চিম সহদেবপুর  ইউপি  আঃ লীগের বর্ধিত সভা, চেয়ারম্যান প্রার্থী ৯ জন 

সিটিভি নিউজ।।     মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে গত শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৫নং সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের   বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমনের সঞ্চালণায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া,
সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক  আব্দুল জব্বার বাহার প্রমূখ।
সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য ৯ জনের নাম ঘোষনা করা হয়েছে। প্রার্থীরা হচ্ছেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন মুন্সী, ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক সোহারব হোসেন সুমন , সহসভাপতি মফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দুুলাল পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রহমান ভূঁইয়া ও যুবলীগ নেতা শাহীন আলম শাহীন।
এদিকে সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নৌকা প্রতীকের জন্য বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদের নাম প্রস্তাব আসায় উপস্থিত ওই ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের তোপের মুখে পড়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষনা প্রদান করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, গত ইউপি নির্বাচনে আব্দুস সামাদ আজাদ নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়।
বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নৌকা প্রতীকের একজন প্রার্থী ছিলাম। উপজেলার নেতৃবৃন্দ আমাকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের সাথে সম্পর্ক নেই এমন বিতর্কিত ব্যক্তিকে নৌকা প্রতীকে মনোনীত করে। তাই আমি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ হিসেবে এবং আমার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্র নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হই।সংবাদ প্রকাশঃ  ২১-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ