কক্সবাজার র‌্যাব-১৫ অভিযানে থাইংখালী এলাকায় থেকে অপহৃত একজন ভিকটিম উদ্ধার

সিটিভি নিউজ।।      ফরহাদ রহমান   স্টাফ রিপোর্টার কক্সবাজার======
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সৃষ্টিলগ্ন থেকে দেশের অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। র‌্যাব-১৫ দায়িত্বপূর্ণ এলাকায় অপহরণ, ধর্ষণ, খুন, ডাকাতি, চুরি-ছিনতাই এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ওসমান গণি নামে একজন বাদী হয়ে ক্যাম্প-১৩ সংলগ্ন তানজিমারখোলা এপিবিএন ক্যাম্প-১৩ এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে মোহাম্মদ আরাফাত (০৪), পিতা-ওসমান গণি, সাং-ক্যাম্প-১৩, ব্লক-ডি/২, ঘর নং-৪৫, থাইংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার গত ০১/০২/২০২৪ তারিখ বিকেলে খেলাধুলার কথা বলে বাসা বের হয়ে যায়। ঘটনার দিন
অনেক খোজাখুজি করেও ভিকটিমকে পাওয়া যায় নি। বিষয়টি র‌্যাবকে অবগত করলে র‌্যাব ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গত ০৪ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও ৮ এপিবিএন এর একটি চৌকস আভিযানিক দল যৌথ অভিযান
পরিচালনা করে কক্সবাজার উখিয়া থানাধীন থাইংখালী এলাকা থেকে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উক্ত ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।সংবাদ প্রকাশঃ ০৫০২২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ