এইচ আইভি এইডস সচেতনেতা, হিজড়া জনগোষ্ঠী র জীবন মান উন্নয়নে কাজ করছে বন্ধু

সিটিভি নিউজ ।।      ওমর ফারুকী তাপস সংবাদদাতা জানান === এইচ আইভি এইডস সচেতনেতা, হিজড়া জনগোষ্ঠী ও এম এস এম হিজড়াদের মানবাধিকার রক্ষা জীন মান উন্নয়ন ও স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি, কুমিল্লা শাখা। নগরীর ৪নং ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায় ২০১০সাল থেকে এ¦ি প্রকল্পের কার্যক্রম চলছে। গ্লোবাল ফান্ডের অর্থায়নে আই সি ডিডি আর বি এর পরিচালনায় কুমিল্লা শাখা অফিসের অধীনে বর্তমানে ১১৯৫জন হিজড়া জনগোষ্ঠীকে প্রতি মাসেই স্বাস্থ্যসেবা,কাউন্সিলিং ও যৌন বাহিত রোগ ও সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে এই বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি, কুমিল্লা শাখা থেকে। এছাড়াও বিনামূল্যে ঔষধ, এইচ আই ভি পরীক্ষা ও রক্তপরীক্ষা করা হচ্ছে। ফিল্ড পর্যায়ে কাউন্সিলিং সেবা,নতুন সেবাগ্রহিতা সংগ্রহ,কনডম,লুিব্রকেন্ট প্রদান, আচরণ পরিবর্তন ও বুকলেট ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। এই প্রকল্পে কুমিল্লায় একজন ম্যানেজার একজন মেডিকেল এসিস্টেন্টসহ ৯জন ফিল্ড কর্মী রয়েছে। এই অফিসের অধীনে বর্তমানে ৭জন এইচ আইভি পজেটিভ রয়েছে। এদের চিকিৎসা সচেতনেতা কার্যক্রম এই প্রকল্পের আওতায় পর্যবেক্ষণে রয়েছে বলে জানান বন্ধুর ম্যানেজার সাইদুর রহমান। ৩মাস পরপর ২৪৬ জন হিজড়াকে বিনামূল্যে নিয়মিত রক্ত পরীক্ষা করার কার্যক্রম অব্যহত রয়েছে। গত ১৭ নভেম্বর কুমিল্লা জেনারেল হাসপাতাল মিলনায়তনে এইচ আইভি এইডস সচেতনেতামূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন সভাপতিত্ব করেন। এই সভায় কুমিল্লায় সরকারী বেসকারী উন্নয়ন সংস্থা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় এইচ আইভি এইডস সচেতনেতা মূলক বক্তব্য রাখেন ডাঃ শাহাদাৎ হোসেন, বন্ধুর ম্যানেজার সাইদুর রহমান পর্যালোচনা ও প্রকল্পের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন।

সংবাদ প্রকাশঃ  ২২-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ