উন্নয়নশীল দেশ উত্তরণে মুরাদনগরে জমকালো নানান আয়োজন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

কুমিল্লার মুরাদনগরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বণার্ঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।

সিটিভি নিউজ।।      ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর থেকে   সংবাদদাতা জানান ===
বাংলাদেশের এক অনন্য অর্জণ, ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এই শ্লোগাণে সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরেও উপজেলা প্রশাসন জমকালো নানান আয়োজন করেন। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। পরে পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থাপনায় র‌্যালি ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল হাসান, আওয়ামীলীগ নেতা মাশুকুল ইসলাম মাশুক, মুরাদনগর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন মেম্বার।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন প্রমুখ।
প্রধান অতিতির বক্তব্যে আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেন, ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়া আমাদের জন্য আরো একটি মাইল ফলক। বহির্বিশ্বে বাংলাদেশকে একটি রোল মডেল দেশ হিসেবে তুলে ধরতে স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের কোন বিকল্প নেই, তা’ ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করতে সক্ষম হয়েছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, সততা, দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনায় বাংলাদেশ এশিয়ার অনেক দেশ থেকে বিভিন্ন সূচকে এগিয়ে আছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সূচকের এ ধারা অব্যাহত রাখা একমাত্র আওয়ামীলীগ সরকারের পক্ষেই সম্ভব।’

সংবাদ প্রকাশঃ  ২৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email