উগ্রবাদি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছেন-এড.টুটুল

ক্যাপশন : বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে কেটিসিসিএ লি.এর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল। সভাপতিত্ব করেন কেটিসিসিএ লি.এর চেয়ারম্যান আলহাজ্ব মো.আমিনুল হক।

সিটিভি নিউজ।।  এম.এইচ মনির      নিজস্ব প্রতিবেদক  জানান ===
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল বলেন, প্রত্যেক ধর্মেই মানব সেবার কথা বলা হয়েছে। মানব সেবাকেই প্রকৃত ইবাদত বলা হয়েছে। ধর্মের মধ্য দিয়েই মানবতার জয়গানের নির্দেশনা দেয়া হয়েছে। অথচ প্রত্যেক সম্প্রদায়ে কিছু কিছু উগ্র গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অপব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু ধর্মীয় প্রকৃত নির্দেশনা মেনে চললে কোনো মানুষের পক্ষেই এসব অনৈতিক কাজ করা সম্ভব নয়। যুগে যুগে সব ধর্মই জনকল্যাণের মাধ্যম হিসেবে কাজ করেছে। তারা ভাস্কর্য ইস্যুতে পবিত্র ধর্মকে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কেটিসিসিএ লি.এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেটিসিসিএ লি.এর চেয়ারম্যান আলহাজ্ব মো.আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কেটিসিসিএ লি.এর সহসভাপতি জেনায়েদ শিকদার তপু। অনুষ্ঠানে কেটিসিসিএ লি.এর সচিব মো.মিজানুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লার ঐতিহ্যবাহী সমবায়ী প্রতিষ্ঠান কেটিসিসিএ লি. এ স্বাধীনতার ৪৯তম বর্ষে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। পাক হানাদারদের বিরুদ্ধে নয় মাসের যুদ্ধে বিজয়ের এইদিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন গভীর শ্রদ্ধায়। গত বুধবার (১৬ ডিসেম্বর) ভোরের কুয়াশা উপেক্ষা করে প্রতিষ্ঠানের শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান কর্মকর্তা- কর্মচারীরা। বৃহস্পতিবার আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সংবাদ প্রকাশঃ  ১৮১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ