আবারো আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন রনি চৌধুরী

সিটিভি নিউজ।।       আবারো আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন তরুন এবং প্রতিভাবান রাজনীতিবীদ এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এফবিসিসিআই এর পরিচালক ও রেডিও ধ্বনি ৯১.২ এফএম এর ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক রাশেদুল হোসেন চৌধুরী (রনি) । তিনি একই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন ।
রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৬০ সদস্যবিশিষ্ট নতুন এই উপ-কমিটির অনুমোদন দেন।
রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৬০ সদস্যবিশিষ্ট এই উপ-কমিটির অনুমোদন দেন।
৩০ সদস্যের উপকমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদকে চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি , , সেলিম আহমদ (এমপি), শেখ ফজলে ফাহিম , জসীম উদ্দিন , মো. মাহবুবুল আলম, কে এম জামান, মুনির হোসেন, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), খুজিস্তা নূর-ই নাহারীন মুন্নি, একেএম সাহিদ রেজা, মো. আনোয়ার সাদাৎ সরকার, কামরুজ্জামান তালুকদার, চঞ্চল, মুজিবুর রহমান, ড. কাজী এরতেজা হাসান, মশিউর আহমেদ, দিলীপ কুমার আগারওয়াল, লিয়াকত আলী ভুঁইয়া, ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, হাজী হাফেজা হারুন, তবারাকুল মোসাদ্দেক হোসেন খান টিটো, ইঞ্জিনিয়ার মো. ফারুক আহমেদ, মো. আবুল কালাম, মমতাজ হোসেন চৌধুরী, সরোয়ার ওয়াদুদ চৌধুরী, মো. আলমগীর কবির দোলন, ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, মো. নিজাম উদ্দিন জিটু, মো. কামরুজ্জামান বাবুল।

রাশেদুল হোসেন চৌধুরী (রনি) বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে আমাকে নির্বাচিত করায় আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো।
প্রসঙ্গত , রাশেদুল হোসেন চৌধুরী (রনি) প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছোট ছেলে ।সংবাদ প্রকাশঃ  ২৮১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   


(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ