আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেবিদ্বারে র‌্যালি ও আলোচনা সভা

সিটিভি নিউজ।। এনামুল হক, কুমিল্লার দেবিদ্বার থেকে: “আমাদের অঙ্গীকার- ঘরে ঘরে মানবাধিকার” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।শনিবার সকালে উপকূল মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সংস্থা কুমিল্লা উত্তর জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী  দেবিদ্বার উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে নিউমার্কেটস্থ মানবিক সহায়তা স্বেচ্ছাসেবী সংস্থা (হেল্পলেস) অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 উপকূল মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সংস্থা কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি  মোঃ মাহাবুবুর রহমান মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজান এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যরাখেন কেন্দ্রিয় কমিটির  নির্বাহী সদস্য মোঃ আবুল খায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবিক সহায়তা স্বেচ্ছাসেবী সংস্থা (হেল্পলেস) এর প্রতিষ্ঠাতা ও অত্র সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ইয়াকুবুল্লাহ তুষার, দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর।

 এসময় আলোচকগন বলেন, আমাদের সমাজ কাঠামো আগে ঠিক করতে হবে। আমরা যদি বাংলাদেশে আমেরিকার মানবাধিকার প্রয়োগ করতে চাই তাহলে এই সমাজটা ভেঙে যাবে, অস্তিত্ব হীন হয়ে যাবে। আর সেই জন্য আমাদের সমাজ কাঠামো ঠিক করার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। বিশ্বে নিরাপত্তাহীনতা, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও গুমের মত ঘটনার কারণে আজ মানবাধিকার যে সাফল্য অর্জন করেছে তা ম্লান হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেককে এই বিষয়ে সচেতন ও সোচ্চার হওয়ার উচিত।   উল্লেখ্য ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদমানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।   সংবাদ প্রকাশঃ  ১০-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ