আদর্শ সুনাগরিক গড়ার জন্য শিক্ষকরা এগিয়ে আসতে হবে

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ডেঙ্গুচন্দ্র, রাজচন্দ্র সনাতন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।
মুরাদনগরে স্কুল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ইউসুফ হারুন

সিটিভি নিউজ।।    ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর থেকে : জানান ====
এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি বলেছেন, শিক্ষার শেখর তেতুল হলেও মিষ্টি। একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সৎ, চরিত্রবান, আদর্শ শিক্ষিত নাগরিক গড়ার জন্য শিক্ষকরা এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল শিক্ষা বিস্তারে শুধু ভবনই নির্মাণ করছেন না, তিনি শিক্ষার আলোয় আলোকিত মানুষ গড়ার দায়িত্বও পালন করছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন শিক্ষাবান্ধব কাজ করছেন।
আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ডেঙ্গুচন্দ্র, রাজচন্দ্র সনাতন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, কামাল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিজন ভৌমিক অপু।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছাইয়েদুল ইসলাম মজুমদারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কামারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুন্সী মোহাম্মদ মোছলেহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, প্রকৌশলী শওকত আহম্মেদ, গোলাম কিবরিয়া খোকন, কামাল উদ্দিন খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, কামাল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা ফিরোজ আহাম্মেদ, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য দীপক রায় খোকন এবং গোপাল রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন ও সাধারণ সম্পাদক হাফিজ খান প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ১৩-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ