আত্রাই নদীর শিবগঞ্জ খেয়া ঘাটে প্রথম স্প্যান বসানোর উদ্ধোধন করলেন এমপি ছলিম

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :- নওগাঁর মহাদেবপুরে এলাকাবাসীর আকাংখিত আত্রাই নদীর শিবগঞ্জ খেয়া ঘাটে সেতুর প্রথম স্প্যান বসানোর উদ্ধোধন করলেন নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। এ উপলক্ষে শীবগঞ্জ খেয়াঘাটে নৌকার প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। চান্দাস ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতা কাজির মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা ভাইসচেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদ,খাজুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী বেলাল উদ্দীন,হাতুড় ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মাস্টার,উত্তরগ্রাম ইউনিয়নের নৌকার প্রার্থী বজলুর রশীদ প্রমর্খ। এব্যাপারে উপজেলা এলজিইডির প্রকৌশলী সুমন মাহমুদ জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডির অর্থায়নে শিবগঞ্জ খেয়া ঘাটে সেতু নির্মাণ ব্যায় বরাদ্দ ২৬ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৩৮৭ টাকা। আত্রাই নদীর শিবগঞ্জ খেয়া ঘাটে ওপর এই সেতু নির্মাণ হলে উপজেলার উত্তরগ্রাম, চাঁন্দাশ, সফাপুর, খাজুর ইউনিয়নের জনসাধারণের যাতায়াতের দীর্ঘ দিনের দূর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদ প্রকাশঃ  ২৭-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email