আত্মরক্ষায় মার্শাল আর্ট প্রশিক্ষণে কিশোরী-তরুণীরা এগিয়ে আসতে হবে: = নায়ক-রুবেল

সিটিভি নিউজ ।।  মনির হোসেন:  সংবাদদাতা জানান ==== মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনের কুমিল্লায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উদ্বোধন হয় গত বুধবার। এ প্রকল্পটির উদ্বোধন করেন কারাতে মাস্টার, প্রশিক্ষক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা রেইসকোর্স রেড রুফ ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এক সাক্ষাৎকারে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে বলেন শিক্ষার্থীদের আত্মরক্ষা, মনোবল বৃদ্ধি ও পরিশীলিত জীবনবোধে উদ্বুব্ধকরণের লক্ষ্যে চলমান কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে এই প্রশিক্ষণ প্রদান করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া আমি কৃতজ্ঞাতা জানাই। তিনি বলেন,বর্তমান সমাজ ব্যবস্থায় প্র্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখতে পাই মেয়েরা যেভাবে এ্যাসল্ট বা লাঞ্চনা ও বঞ্চনার শিকার হয় গ্রামে গঞ্জে সর্বজায়গায়। সেদিক থেকে মেয়েদেরকে সবচেয়ে বেশি কারাতে শিখা উচিত। শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ইস্পাতদৃঢ় মনোবল ও পরিশীলিত জীবনবোধে গঠনে ভবিষ্যতে নানা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃৃক্ত করা হবে বলে তিনি এ প্রতিবেদকে অভিমত ব্যক্ত করেন। কারাতে বিষয়ে প্রশিক্ষক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল বলেন,কারাতে শুধু আত্মরক্ষা নয়, শারীরিক সুস্থতার জন্যও এর চর্চা করা ভালো। তাঁর মতে, নারীদের মধ্যে কারাতে প্রশিক্ষণের প্রতি উৎসাহ দিন দিন বাড়ছে। শিশুরাও প্রশিক্ষণ নেয়। ৪ থেকে ৮০ বছর বয়সের বৃদ্ধাও কারাতে শিখতে পারেন। কারাতে শিখলে মানুষের সামগ্রিক জীবনধারা বদলে যায়। একই সঙ্গে বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতাও। তিনি বলেন,জাপানি শব্দ কারাতের অর্থ ‘খালি হাত’। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে মল্লযুদ্ধের কৌশল হিসেবে কারাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিচিত্র কলাকৌশলের এই মার্শাল আর্ট আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে। কারাতে। পড়ালেখার পাশাপাশি প্রত্যেক ছেলে-মেয়েকে মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়া দরকার। এর মাধ্যমে নিজের আত্মরক্ষায় নিজেই ভূমিকা নিতে পারে। মাদক ইভটিজিং ও সমাজের অবক্ষয় রোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা রাখা প্রয়োজন। প্রশিক্ষক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল বলেন,১৯৮৩ ও ’৮৪ সালে পর পর দুইবার চ্যাম্পিয়ন হয়েছিলেন কারাতে প্রতিযোগিতায়। এখন অভিনয় ব্যস্ততা খুব একটা নেই। নিজের ‘ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার অব ফাইট স্কুল’-এ সর্বসাধারণকে আত্মরক্ষার কৌশল শেখান নায়ক রুবেল। চায়নিজ সিনেমা দেখে মার্শাল আর্টের প্রেমে পড়ে গিয়েছিলেন। “আমি তখন কলেজ ছেড়ে ইউনিভার্সিটিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময়ে মধুমিতা সিনেমা হলে ‘চায়নিজ বক্সার’ নামে একটি সিনেমা দেখেছিলাম। সেই ছবি দেখার পর ইন্সপায়ারড হয়েছিলাম, বিশ্বাস করতে শুরু করলাম, একজন মানুষ একা এবং খালি হাতে অনেক মানুষের সঙ্গে লড়াই করতে পারে। জানতে পারলাম মার্শাল আর্ট নামে একটা আর্ট আছে, সেটা জানলে একজন মানুষের পক্ষে পাঁচ-দশজন মানুষের সঙ্গে লড়াই করা ব্যাপার না। এর পরই কারাতে শেখা শুরু করলাম। এরপর তো কারাতে প্রতিযোগিতায় ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়েছি”, বললেন রুবেল। প্রশিক্ষক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল চলচ্চিত্র বিষয়ে বলেন,অভিষেক ছবি ‘লড়াকু’তে ১৯৮৬ সালে হাজির হয়েছিলেন মার্শাল আর্টকে সঙ্গী করেই। ‘বিপ্লব’, ‘বজ্রমুষ্ঠি’, ‘বীরপুরুষ’, ‘লম্পট’, ‘চারদিকে শক্রু’, ‘ভÐ’সহ তাঁর অভিনীত বেশির ভাগ ছবিতেই থাকত মার্শাল আর্টের প্রয়োগ। সিনেমার বদৌলতে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মার্শাল আর্টের এই বিদ্যাকে তিনি ছড়িয়ে দিলেন তরুণদের মাঝেও। গড়ে তুললেন ক্লাব। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত করলেন মার্শাল আর্টের স্কুল ‘ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার অব ফাইট স্কুল’। ৩০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পরিচালনা করে আসছেন এই স্কুল। বর্তমানে রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বুদ্ধিপ্রতিবন্ধীদের স্কুল মাঠে এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালাচ্ছেন। শুধু ঢাকায়ই নয়, সারা দেশেই রয়েছে তাঁর স্কুল, যার সঠিক সংখ্যা তিনি নিজেও মনে করতে পারলেন না। তাঁর হাতে গড়া ছাত্ররাই পরিচালনা করছেন এসব স্কুল। তিনিও মাঝেমধ্যে গিয়ে প্রশিক্ষণ দিয়ে আসেন। জানা যায়, মাসুম পারভেজ রুবেল ১৯৬২ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। রুবেল ২২ বছর বয়সে পরপর দুইবার যথাক্রমে ১৯৮২ ও ১৯৮৩ সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যারয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় ২৬ বছর বয়সে বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা’র প্রযোজিত ও শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন । রুবেল ছিলেন মার্শাল আর্টে পারদর্শী একজন নায়ক যার ছবিতে থাকতো নিত্য নতুন মারপিটের কৌশল। এদিকে প্রশিক্ষক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেলের সাক্ষাৎকার নেওয়ার সময় উপস্থিত ছিলেন ইয়াং কিং কারাতে এসোসিয়েশন কুশিল্লার সেনসি মো: নুরে আলম।উল্লেখ্য যে গত ২ মার্চ বুধবার সকাল ১১টা কুমিল্লা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনের কুমিল্লায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পটির উদ্বোধন করেন কারাতে মাস্টার, প্রশিক্ষক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল।   সংবাদ প্রকাশঃ  ০৫-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ