আগুনে ঘর হারিয়ে নিঃস্ব মনোহরগঞ্জের রিকশা চালক হাবিব, খোলা আকাশে রাত্রি যাপন

সিটিভি নিউজ।।     মোঃ হুমায়ুন কবির  মানিক।। সংবাদদাতা জানান ====
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে হাবিব নামে এক রিকশা চালকের টিনসেট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি শেষে রাতে বিশ্রাম নেওয়ার স্থানটি পুড়ে গিয়ে তিনি আজ নিঃস্ব। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় অসহায় রিকশা চালক।
শুক্রবার (২০-মে) বিকেল প্রায় সাড়ে ৫টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কাঁশই গ্রামে রিকশা চলক হাবিবের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ২ঘন্টা চেষ্টার পর স্থানীরা আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। এরআগেই আসবাবপত্রসহ পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হঠাৎ করে দাউ দাউ করে আগুন হাবিবের দোচালা টিনের ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। পাশের পুকুর থেকে বালতি করে আশপাশের লোকজন প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা।
এদিকে ভূক্তভোগী রিকশা চালক হাবিব জানান, স্ত্রী সন্তানকে নিয়ে কোনরকম ঘরটিতে আমার দিন কাটতো। দিনে রিকশা চালিয়ে রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘরটিতে বিশ্রাম নিতাম। কিন্তু আগুনে আমার ঘরটির সঙ্গে কপালও পুড়েছে। আমি একবারে নিঃস্ব হয়ে পড়েছি। রিকশা চালিয়ে একটি ঘর নির্মাণ করা আমার জন্য দুঃস্বপ্ন।
হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি,  শনিবার সকালে ঐ রিকশা চালককে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও  ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ, খাদ্য সহায়তা প্রদান করি।
অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে ঐ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন।সংবাদ প্রকাশঃ  ২৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ