আগরতলায় মঞ্চ কাপালো কুমিল্লার যাত্রিক

সিটিভি নিউজ।।  ত্রিপুরা থিয়েটার এৱ আয়োজনে ৯ থেকে ১৩ নভেম্বর আগরতলাৱ মুক্তধারা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সেমিনার ও নাট্য উৎসব ২০২২। এ উৎসবে যাত্রিক- বাংলাদেশের পরিবেশনায় শুক্রবার মঞ্চস্থ হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে রচিত নাটক “শাস্তি”। এবারই প্রথম যাত্রিক নাট্য গোষ্ঠী দেশের বাইরে নাটক মঞ্চস্থ করলো।নাটক উপভোগ করেন আগরতলার সাবেক যুব ক্রীড়া ও শ্রম মন্ত্রী সহিদ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাত্রিক নাট্যগোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন আগরতলায় ত্রিপুরা থিয়েটারের নাট্য উৎসবে আমাদের নাটক ‘শাস্তি’ মঞ্চস্থ কৱেছি ।নাটক দেখে এখানকার নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এবং আগত সকল দর্শক যাত্রিকের সকলকে অভিনন্দন জানিয়েছেন। আগরতলার মঞ্চে নাটক করতে পেরে যাত্রিকেৱ সকল কলাকুশলীরা খুবই আনন্দিত এবং উদ্বেলিত । আমরা গত ১০ নভেম্বর সকালে ২৫ জনের একটি নাট্য দল নিয়ে শ্রীমন্তপুর দিয়ে আগরতলায় এসেছি গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা আমাদের নাটক মঞ্চস্থ হয়েছে। ১২ তারিখ আমরা আবার দেশে ফিরে আসব।নাটকটির নির্দেশক প্রণব কুমার সাহা নান্টু ও সহ নির্দেশক মিতা গাঙ্গুলী।   সংবাদ প্রকাশঃ  ১২-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ