আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন

সিটিভি নিউজ।।    আক্কাস আল মাহমুদ হৃদয়।বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত রেলপথসহ রেলের তিনটি প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া ৬৯.২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেললাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় ‘কসবা-মন্দবাগ’ এবং শশীদল-রাজাপুর সেকশনে ডাবল রেললাইনে ট্রেন চলাচল উদ্বোধন, ঢাকা টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের আওতায় ‘টঙ্গী জয়দেবপুর সেকশনে ডাবল লাইনে ট্রেন চলাচল। এ ছাড়াও উদ্বোধন করা হয় পাবনা জেলায় ঈশ্বরদীর রূপপুর রেলস্টেশন ও নবনির্মিত ২৬ কিলোমিটার রেললাইন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের আওতায় এই রেললাইন এবং স্টেশন রয়েছে। শশীদল রেলস্টেশন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম,  জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা অতিরিক্ত পু্লিশ সুপার মোঃ কামরান হোসেন, উপজেলা পরিষদ চোয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চোয়ারম্যান তাহমিনা হক পপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, মুুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, আতিকুর রহমান রিয়াদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান ভূইঁয়া রিপন, মনির হোসেন চৌধুরী, ওমর ফারুক, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ হুমায়ন কবির, অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ রেল বিভাগ, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।সংবাদ প্রকাশঃ ০৯০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ