আইসিটি শিক্ষাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো বেশী কার্যকর ও ফলপ্রসূ করতে হবে -সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম

সিটিভি নিউজ।।  এবিএম আতিকুর রহমান বাশার,  দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি//
‘আইটি শিক্ষাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো বেশী কার্যকর ও ফলচপ্রসূ করতে হবে। বিশে^র সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ধারায় এগিয়ে যেতে আমাদের টেকনোলজিগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে।’
শনিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবিয়াবাদে ‘কুমিল্লা মডেল কলেজ’ মাঠে আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম (পিএএ) ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে বলেন, ডিজিটাল কার্যক্রমের শুরুতেই আইসিটি কার্যক্রমের শুরু হয়েছে। আইসিটি কার্যক্রমের মাধ্যমে তথ্য প্রযুক্তির অভূতপূর্ব অবদান রেখেছে। এখন আমরা অনলাইনে অতি দ্রুত এবং সহজ উপায়ে তথ্য প্রযুক্তির আদান প্রদান করতে পারছি।
উক্ত ‘শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠতা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মো. মামুনুর রসিদ ও প্রভাষক শাহাজাদী নিলুফা গুলশানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম (পিএএ) ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান (পিপিএম বার), বাংলাদেশ ইকোনোমিক জোন অথরিটি জোন ডেভেলাপম্যান্ট কনসাল্টেন্ট একেএম মাহববুর রহমান, বাংলাদেশ টেলিকম ট্রাষ্টের সিএফও এন্ড সেক্রেটারী সুলতান আহমেদ ভূইয়া এফসিএ, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বক্সি, দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ‘কুমিল্লা মডেল কলেজের’ অধ্যক্ষ মেজর (অবঃ) নাছিরুল ইসলাম মীর, প্রধান শিক্ষক পরিমল দত্ত, আবুল মোমেন, বিষ্ণ পদ দেব প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রার শিক্ষক শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পেশার প্রায় সহস্রাধীক লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

সংবাদ প্রকাশঃ  ২২-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ