অভিবাসী কর্মীদের অধিকার বাস্তবায়নে জনমত তৈরীতে স্বাক্ষরতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    প্রেস রিলিজ  –===   বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্দোগে সিমস্ প্রকল্পের আওতায় অভিবাসী কর্মীদের অধিকার বাস্তবায়নে জনমত তৈরীতে কুমিল্লায়  স্বাক্ষরতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।।
“অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে অদ্য ৩১ আগস্ট, ২০২২ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)র উদ্যোগে “স্ট্রেংদেনড্ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস্ (সিমস্)” প্রকল্পের আওতায় অভিবাসী কর্মীদের অধিকার বাস্তবায়নে জনমত তৈরীতে কুমিল্লা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বাক্ষরতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । সিমস্ প্রকল্পে ‘বিএনডব্লিউএলএ’ এর প্রতিনিধি হানিফ মাহমুদের সঞ্চালনায়  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী কামরুজ্জামান, অধ্যক্ষ কুমিল্লা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র। বিশেষ অতিথি ছিলেন দেবব্রত ঘোষ, সহকারী পরিচালক, জেলা জনশক্তি ও কর্মস্স্থংান অফিস (ডেমো) কুমিল্লা এবং হেলভেটাস বাংলাদেশ এর প্রতিনিধি প্রেমাংশু শেখর সরকার। প্রধান অতিথি অদ্যকার অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানান । তিনি তার বক্তব্যে অভিবাসন কর্মীদের উদ্দেশ্যে বলেন- বাংলাদেশ সরকার অভিবাসী কর্মীদের অত্যান্ত গুরুত্বের সাথে বিবেচনা করে, সুতরাং তাদেরও উচিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষন নিয়ে দক্ষ হয়ে এবং প্রয়োজনীয় নিয়ম মেনে বিদেশ যাওয়া যাতে করে তারা কেউ বিদেশে গিয়ে বিপদে না পরেন। বিশেষ অতিথি দেবব্রত ঘোষ তার বক্তব্যে বাংলাদেশের অর্থনীতির চাকা সচলে অবদান রাখার জন্য অভিবাসী কর্মীদের প্রতি আন্তুরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দক্ষ হয়ে বিদেশ যাওয়া ও অভিবাসী কর্মীদের প্রযোজ্য ক্ষেত্রে সমস্যা সমাধানে বা প্রতিকার প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রমানাদী সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করেন এবং এ বিষয়ে তিনি একটি স্বরচিত কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানের সভাপতি সিমস্ প্রকল্পের ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা বলেন – আন্তর্জাতিক সংস্থা হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বাস্তবায়িত সিমস্ শীর্ষক প্রকল্পটিতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি অভিবাসী কর্মীদের অধিকার ও প্রতিকার প্রাপ্তিতে আইনগত সহায়তা প্রদানকারী সহযোগি সংস্থা হিসেবে নিয়োজিত আছে। তিনি আরো বলেন- সম্প্রতি প্রকল্পের অধীন পরিচালিত একটি গবেষনায় দেখা যায় বিএমইটি এর অধীনে সালিস সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আলাদা কোন সেল নেই। এর ফলে ভুক্তভোগী অভিবাসী কর্মীদের ন্যায্য অধিকার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। বিদেশ ফেরত ভুক্তভোগী অভিবাসী কর্মী জানান “বিএমইটি এর অধীনে সালিসের জন্য আলাদা দক্ষ ও প্রশিক্ষিত সেল বা লোকবল থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই কাঙ্খিত সেবা পাওয়া সম্ভব হতো”। অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন কুমিল্লা জেলার  প্রতিনিধি রত্না  রানী সরকার ও ওকাপ প্রতিনিধি আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিদেশ ফেরত কয়েকজন অভিবাসী কর্মী বিদেশে তাদের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা বর্ণণা করেন।   ভিডিও দেখুন ==

সংবাদ প্রকাশঃ  ৩১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email