অন্যের বশতভূমির ওপর রাস্তা দেখিয়ে জমি বিক্রি ও হুমকি ধমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন

সিটিভি নিউজ।। কুমিল্লা সিটি কর্পোরেশনের  ১৭ নং ওয়ার্ডে ভূমি ও রাস্তা সংক্রান্ত বিরোধের জেরধরে সন্ত্রাসীরা  হুমকি ধমকি ও শান্তি ভংঙ্গের অভিযোগে কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন হাজী মীর হোসেন বাচ্চু। ২৫ আগষ্ট বৃহষ্পতিবার সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে হাজী মীর হোসেন বাচ্চু বক্তব্যে বলেন , রথরোডস্থ পাথুরিয়া পাড়ায় তার খরিদা বশতভূমির ওপর দিয়ে রাস্তা দেখিয়ে পেছনের জমি বিক্রি করছেন শওকত আকবর নামে এক ব্যক্তি। তিনি জমি কেনা ও বিক্রির ব্যবসা করেন। হাজী মীর হোসেন বাচ্চু বলেন , আমার ব্যক্তিগত নিজস্ব  পারিবারিক রাস্তাটি প্রস্থে ৬ফুট  ও লম্বায় প্রায় ৫০ফুট। এটি সম্পূর্ণ আমার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করছি, এটি আমার নিজস্ব    ।  কিন্তু এই রাস্তাটিকে অন্য মানুষদের দেখিয়ে মিথ্যা কথা বলে পেছনের ভূমি বিক্রি করছেন শওকত আকবর।এর ফলে ভবিষ্যতে মনোমালিণ্যের ও ঝগড়া ফসাদ সৃষ্টি হবে। এই বিষয়ে  শওকত আকবরকে বাধা দিলে গত ২৩ আগষ্ট বিকেলে   শওকত আকবর ক্ষিপ্ত হয়ে কিছু বহিরাগত সন্ত্রাসী এনে প্রানে মেরে ফেলা ও জায়গা দখলের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন।  এই বিষয়ে স্থানীয় সিটি কাউন্সিলর হানিফ মাহমুদ ,দেলোয়ার হোসেন দেলু ও মোবারক হোসেনের কাছে অভিযোগ করলে তারা সামাজিক শালিশ ডাকলেও শওকত আকবর শালিশে উপস্থিত হননি। পরবর্তিতে  কুমিল্লা কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে হাজী মীর হোসেন বাচ্চু  তার নিজ পরিবারের ও জানমালের  নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।  সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হাফিজুল আলম মজুমদার,মোঃ মেরশেদুল আলম,মোঃসোহাগ.কামাল হোসেন,ও মোঃ কাশেম। তারা অভিযোগটি সত্য বলে জানান।

সংবাদ প্রকাশঃ  ২৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ