অনলাইন বিসনেস প্লাটফর্মগুলোর মধ্যে “দিনাজপুর বিজনেস গ্রুপ” ব্যাপক সাড়া জাগিয়ে বনভোজন পালন।

সিটিভি নিউজ।।     দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন সংবাদদাতা জানান ====   “আমরাই নারী আমরাই পারি” এই স্লোগানে দিনাজপুরে নারী উদ্দক্তা হিসেবে কাজ করে নিজেদের স্বামলম্বী করবে এমন প্রত্যাশা নিয়ে ১০ হাজার সদস্য আতিক্রম করায় “দিনাজপুর বিজনেস গ্রুপ” বিভিন্ন উৎসাহ ও উদ্দিপনা মধ্য দিয়ে কেক কেটে বনভোজন উদ্বোধন হয় ।

দিনাজপুর রামসাগর মিলনায়তনে এ জমকালো আয়োজন করা হয় । এসময় উপস্থিত ছিলেন “দিনাজপুর বিজনেস গ্রুপ” এর এডমিন বর্নি আহম্মেদ,ফিহনা মাহিয়াত,সাম্মি আক্তার লিজা,নূসরাত হাসান,কানন আহম্মেদ,ইস্মত আরা ইতি সহ জেলার বিভিন্ন নারী উদ্দক্তা ।

“দিনাজপুর বিজনেস গ্রুপ” এর এডমিন’রা বলেন , ঘরমুখি মানুষের মাঝে অনলাইনেমাধ্যমে পছন্দনিয় নিত্য প্রয়োজনী জিনিস একদিকে যেমন পৌছে দিচ্ছে তেমনি অনেক কর্মহীন হয়ে পরা মানুষ কর্মস্থান খুজে পাচ্ছে “দিনাজপুর বিজনেস গ্রুপ” আমাদের এই পেজের মাধ্যমে । তথ্য প্রযুক্তির সম্ভাবনার এ যুগে নারীর পথচলা আরো সুগম হয়েছে। পাশাপাশি ঘর-সংসার-বাচ্চা সামলেও অধিকাংশ নারী অনলাইন বিসনেস এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। অনলাইন বিসনেস প্লাটফর্মগুলোর মধ্যে দিনাজপুরে “দিনাজপুর বিজনেস গ্রুপ” ফেইসবুক গ্রুপ ব্যাপক সাড়া জাগিয়েছে। অথনৈতিক স্বাবলম্বীসহ নারী জাগরনেও তাদের আরো এগিয়ে নিতে গ্রুপটি কার্যকরী ভুমিকা পালন করবে।

সংবাদ প্রকাশঃ  ০৮-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ