সিটিভি নিউজ।। মো.আককাস আলী ,নওগাঁ জেলা প্রতিনিধি: স্বাস্থ্যবিধি না মানায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে নওগাঁয় প্রাণঘাতী করোনাভাইরাস। প্রশাশনের কঠোর নজরদারীকে উপেক্ষা করে হাটে বাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। জেলা উপজেলার বিভিন্ন শপিং মহল থেকে শুরু ছোট বড় দোকানগুলোতেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। জেলায় নতুন করে আরও ৪৮ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৭৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে দুইজন পুলিশ সদস্য, একজন নার্স, একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ও দুইজন শিক্ষক রয়েছেন। ১১ জুলাই শনিবার নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর এ মুর্শেদ এসব তথ্য জানান। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রিসার্চ সেন্টারের ল্যাব থেকে ৩৩২টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৪৮ জনের রিপোর্ট পজিটিভ। তাদের মধ্যে সদর উপজেলায় ০৮জন, পতœীতলায় ১০, আত্রাইয়ে ০৩জন, মহাদেবপুরে ০২জন, বদলগাছী ০৩ জন,সাপাহারে ০৯ জন, ধামইরহাটে ০৫জন, মান্দায় ০২জন, নিয়ামতপুরে ০৫ জন ও পোরশা উপজেলায় ০১জন রয়েছেন। ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর এ মুর্শেদ জানান, নতুন শনাক্ত রোগীদের বেশিরভাগের শরীরে জটিল উপসর্গ নেই। তাদের বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি জানান, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তাদের সবার নমুনা সংগ্রহ করা হবে। জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়। সেখানে শনাক্ত হওয়া ২৫৯ জনের মধ্যে ৯০ শতাংশ পৌর এলাকার বাসিন্দা।# সংবাদ প্রকাশঃ ১২–৭–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=
লাফিয়ে লাফিয়ে বাড়ছে নওগাঁয় প্রাণঘাতী করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৪
সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন