সিটিভি নিউজ।। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখার আয়োজনে গতকাল সন্ধ্যায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের, অধ্যাপক ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষ, ডাক্তার মৃণাল কান্তি ঢালী , সমির মজুমদার ও সংগঠনের সভাপতি ডাক্তার মল্লিকা বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখাৱ আয়োজনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী পালন।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখা ২৫ শে বৈশাখ, রবিবার সকালে কবির মুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। সন্ধ্যায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “আলোকচন্দনলেখা” আয়োজন করে। পরিষদের সাধারণ সম্পাদক বিমল আইচের সঞ্চালনায় এবং ডা. মল্লিকা বিশ্বাসের সভাপতিত্বে শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও হে নূতন দেখা দিক আর – বার জন্মের প্রথম শুভক্ষণ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
“ বিশ্বকোষে চিরন্তন ধারায় রবীন্দ্রনাথ” এই শিরােনামে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মৃণাল কান্তি ঢালী। আলোচনা করেন অধ্যাপক ড. মেহেদী হাসান, অধ্যাপক সমীর মজুমদার, অধ্যাপক জামাল নাসের (অধ্যক্ষ কুমিল্লা সরকারি মহিলা কলেজ)।
২য় পর্যায়ে দেবযানী পালের সঞ্চালনায় এবং মিতা পালের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান- “আলোকচন্দনলেখা” সম্মেলক সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। সঙ্গীত পরিবেশন করে- বিমল আইচ, রীপা দত্ত, নিলীমা দত্ত, বন্যা দে, নাসিমা আক্তার রত্না, গৌতম দাস, রঞ্জন পাল, সংগীকা কর, নেহা ঘোষ, জ্যোতি সূত্রধর, মৈত্রী দাসগুপ্ত, চৈতি সূত্রধর, দিপশিখা দাস, চৈতি মোদক, আলপনা দাস, প্রাপ্তি, পুনা, প্রিয়ন্তি, রিয়া, আদ্রিতা, অদিতি, আঁচল, প্রতিষ্ঠা, গায়েত্রি, চিত্রা, দিবা, দিশ্া জয়ীতা, ধ্রুব, শুভজিত, মনীষা, নোভা, বৈশাখী, পুস্পিতা, শতাব্দী, শ্রাবন্তী, পায়েল, প্রজ্ঞা, অতশী, তনুশ্রী, জয়িতা, তাহলীল, সপ্তর্ষী, নিকিতা, ইউসরা, অন্যন্যা, শ্রেয়সী, অর্চিশা, অর্পিতা, অলক, অভিময়, অর্ঘ্য, প্রাঞ্জল, আদর, শান্তুনু।
আবৃতি পরিবেশন করেন অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ ও মোহাম্মদ কামরুজ্জামান
নৃত্য পরিবেশন করে-১। প্রিয়ন্তি চক্রবর্তী ও রীয়া চক্রবর্তী- কোরিওগ্রাফার গৌতম দাস
২। শুভার্থী- কোরিওগ্রাফার জাহিদুর রহমান মামুন
পরিশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সংবাদ প্রকাশঃ ০৮-০৫-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=