সিটিভি নিউজ।। মো.আককাস আলী নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁয় অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী এনজিও’র সিনিয়র সুপারভাইজারের মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে ১ জুলাই বুধবার রাত ৮ টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী নামক স্থানে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মোঃ নজরুল ইসলাম জুয়েল জানান, নওগাঁর সদর উপজেলার বলিহার ইউনিয়নের বলিহার বাজারে অবস্থিত ”টিএমএসএস” নামের একটি এনজিও শাখায় সিনিয়র সুপার ভাইজার হিসাবে কর্মরত এমদাদুল হক (৩৮) ঘটনার সময় মোটর সাইকেল যোগে বলিহার থেকে হাপানিয়া বাজারে ভাড়া বাসায় ফেরার পথে নওগাঁ-রাজশাহী মহা-সড়কের হাটচকগৌরী নামক স্থানে পৌছালে নওগাঁ অভিমুখী মাছের ড্রামবাহী অজ্ঞাত একটি মিনি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী এমদাদুল হক ছিটকে সড়কের উপর পরেন এবং ঐ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দূর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছে মৃতদেহ ও দূর্ঘটনা কবলীত মোটর সাইকেলটি উদ্ধার করলেও ঘাতক ট্রাকটি দূর্ঘটনা ঘটিয়েই পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত এমদাদুল হক বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলায় মহাতাব উদ্ধীনের ছেলে বলে জানা গেছে। । #
সংবাদ প্রকাশঃ ০২–৭–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=