সিটিভি নিউজ।। বিনোদন সংবাদ ঃ করোনা আক্রান্ত হয়েছেন ‘ইয়ে রিস্তা কেয়া ক্যাহেলাতা’ খ্যত অভিনেত্রী মোহেনা কুমারী। এই মুহূর্তে মোহেনা ও তাঁর স্বামী সুয়েশ রাওয়াত (উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজের ছেলে) দুইজনেই ঋষিকেশের একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন। হাসপাতাল থেকেই COVID-19 আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা জানালেন মোহেনা। কথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলতেও দেখা গেল অভিনেত্রীকে।
তবে শুধু মোহেনা কুমারী ও তাঁর স্বামী সুয়েশই নন, তাঁর শ্বশুর, শাশুড়ি সহ পরিবারের মোট ৬ জন সদস্য কোভিড-১৯এ আক্রান্ত হন। লাইভে মোহেনা বলেন, ”প্রথমে আমার শাশুড়িমা অসুস্থ বোধ করছিলেন। তারপর আমি, অসম্ভব শরীরে ব্যাথা হচ্ছিল। তবে প্রথম টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে, তাই বুঝতে পারিনি। পরে যখন ওষুধ খাওয়ার পরও শাশুড়ি মায়ের জ্বর কমছিল না, তখন দ্বিতীয়বার টেস্ট করা হয়। রিপোর্টে পজেটিভ আসে। এরপর একেরপর এক সদস্যের কোভিড-১৯ পজিটিভ আসে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তবে শীরিরিক কষ্ট যতটা না হচ্ছিল, মানসিক কষ্ট তার থেকেও বেশি। আমি তাই বলবো, যে কেউ অসুস্থ বোধ করলে টেস্ট করাতে। এটা অতটাও মারাত্মক নয়।” সংবাদ প্রকাশঃ ৭–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। CTVNEWS24 See More সিটিভি নিউজ।। =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=