সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার থেকে কংশনগর সড়কের শিকারপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ। বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, রাত্রিকালিক ডিউটি পরিচালনাকালে শনিবার রাতে গোপন সংবাদে খবর আসে নিমসার টু কংশনগর সড়কের বুড়িচং মোকাম ইউনিয়নের শিকারপুর এলাকায় একদল সশস্ত্র ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবরে দেবপুর পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্ঠা করলে পুলিশ ধাওয়া করে স্থানীয় লোকজনের সহায়তায় ৬ ডাকাতকে আটক করে। এসময় একটি এলজি, দুই রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটককৃতরা হলো- শিকারপুর গ্রামের মৃত আঃ রশিদের ছেলে আঃ আলীম, আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় আবু রায়হানের ছেলে মোঃ জীবন, দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে মোঃ ফয়সাল, ধর্মপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ, ধর্মপুর এলাকার হুমায়ূন কবিরের ছেলে আল আমিন, ও ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের মৃত আবু জাহেরের ছেলে ইকবাল হোসেন। পুলিশ আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতে প্রেরণ করেছেন। সংবাদ প্রকাশঃ ৭–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। CTVNEWS24 See More সিটিভি নিউজ।। =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=