বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আশা জুটমিলের শ্রমিকেরা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    হালিম সৈকত,  কুমিল্লা : ২৯ জুলাই ২০২০।।
বেতন-বোনাসের দাবিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের আড়িখোলায় বিক্ষোভ অবরোধ করছে আশা জুট মিলের শ্রমিক করমচারীরা।
মঙ্গলবার সকাল নয়টা থেকে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কয়েকশত শ্রমিক মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। এসময় তারা টায়ারে আগুন লাগিয়ে প্রতিবাদ করতে থাকে। এতে ঢাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্রগ্রাম অভিমুখী সড়ক কার্যত অচল হয়ে পড়ে।
এ প্রসংগে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, এ ব্যাপারে শ্রমিক ও জুট মিল কতৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। মালিক পক্ষ আগামীকাল শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিলে বেলা এগারো টায় শ্রমিক পক্ষ রাস্তা থেকে পিছু হটে।
 বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে চান্দিনা ও দেবিদ্বার থানা পুলিশ সহ মহাসড়কে হাইওয়ে পুলিশ অবস্থান করছে। যানবাহন চলাচল সচল হয়েছে।সংবাদ প্রকাশঃ  ২৯২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email