সিটিভি নিউজ।। মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
‘ফেরি করে গাঁজা বিক্রয়’ কথাটি শুনতে অবাক লাগলেও এমনি এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা জেলার মুরাদনগর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলা সদরের সোনাপুর এলাকা থেকে তাকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি পরিমাপের যন্ত্রসহ আটক করা হয়।
আটককৃত খলিল মোল্লা (৫৮) উপজেলা সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আইয়ূব আলী মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থেকে ক্রয় করে নিয়ে এসে নিজ এলাকা সহ পার্শবর্তী তিতাস থানা এলাকায় পরিমাপের যন্ত্র দিয়ে যার যতটুকু প্রয়োজন ফেরি করে গাঁজা বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খলিল মোলাকে তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি পরিমাপের যন্ত্র সহ আটক করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী খলিল মোল্লার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগেও এই থানায় খলিল মোল্লার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
সংবাদ প্রকাশঃ ২১–৫–২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=