সিটিভি নিউজ।। ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): ========
নওগাঁর পত্নীতলায় ধূমকেতু ০৭ গ্রুপ ও নজিপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৭ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পবিত্র ঈদ-আযহা উপলক্ষে বন্ধুদের নিয়ে আনন্দ র্যালি, আড্ডা ও গান পরিবেশন- ২০২২ ইং উদযাপিত হয়েছে।
গতকাল উপজেলা সদর নজিপুর পৌর শহরের মুগ্ধস্কয়ার কমিউনিটি সেন্টারে এ কর্মসূচিতে বন্ধুত্বের মহামিলনে পরিণত হয়। এসময় উপস্থিত ছিলেন রাইসুল, ক্যাপ্টেন, সাকিল, সাকির, মেহেদি-৩, শুভ-২, সরফরাস, বিলাস, রাকেশ, মিঠুন রাসু, রোহান, তামজিদ, সুভাস, রকি, তিতাস, সোহাগ, আনন্দ, লিটন, প্রণয়, অজয়, বকুল, নাহিদ, গালিব, রাজু, জনি, সুইট, কনক, পাপ্পু, বিজন, শিলা, মাহবুবা, আয়েশা প্রমুখ।
সংবাদ প্রকাশঃ ১৮-০৭-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=