নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার সেই এএসআই কারাগারে

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের হাতে বিপুল পরিমাণের মাদকসহ গ্রেপ্তার সেই পুলিশের এএসআই শাহজাহান কবিরকেক (৩৮) জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সে গাজীপুর জিয়ার শাখায় এএসআই ও কুমিল্লা জেলার নূরপুর এলাকার মো. মনু মিয়ার ছেলে। গতকাল বুধবার সকালে ৩ দিনের রিমান্ডে শেষে আসামিকে আদালতে উঠালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীন এ আদেশ দেন। এর আগে, গত সোমবার আদালতের নির্দেশে আসামিকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার এজহার সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর রাতে ঢাকাগামী এশিয়া এয়ারকন নামে একটি বাস তল্লাশি করে। তল্লাশিতে আটককৃত আসামির সিটের পাশে ১টি কালো রংয়ের ব্যাগে ৫ হাজার ৯৪০টি ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এছাড়াও ১টি নোকিয়া ফোন ও ১টি আইফোন এক্স জব্দ করা হয়।
র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামি শাহজাহানের মামলার ঘটনার সাথে জড়িত থাকার তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। সে একজন পুলিশের এএসআই। সে পুলিশ সদস্য হওয়া সত্বেও অজ্ঞাতনামা সহযোগী আসামিদের সহায়তায় দীর্ঘদিন যাবত গোপনে অবৈধ মাদকদ্রব্য ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছে।

সংবাদ প্রকাশঃ  ৯২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email