সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান : নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু চাচা সুলতান উদ্দিন ভূঁইয়ার (৬৯) আর নেই (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। ১৩ জুন শনিবার ভোর ৬ টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তিনি জাতীয় পার্টির নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জের সংসদ সদস্য ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি গত ৪ বছর ধরে অসুস্থ্য ছিলেন। শনিবার ভোর ৬ টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। সুলতান উদ্দিন ভূইয়া দেশের অন্যতম সফল ব্যবসায়ী উপজেলার মুাড়াপাড়া এলাকার গুলবক্স ভূইয়ার চতুর্থ সন্তান। সুলতান উদ্দিন ভুইয়ার ৬ ভাই ও চার বোন।
শনিবার দুপুরে মুাড়পাড়া শাহী মসজিদের পাশে পরিবারিক কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। সুলতান উদ্দিন ভুইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শাখাওয়াত হোসেন খান ।
মরহুম সুলতান উদ্দিন ভূঁইয়া নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, ইয়াণ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
সংবাদ প্রকাশঃ ১৩–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=