দেশীয় সঙ্গীতের কিংবদন্তি সুরকার ও পরিচালক আলম খান আর নেই

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   দেশীয় সঙ্গীতের কিংবদন্তি সুরকার ও পরিচালক আলম খান আর নেই। শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টা ৩২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আলম খানের মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।তাকে নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গায়ক আসিফ আকবর লিখেছেন, মৃত্যু একটি অমোঘ সত্য। তবুও কিছু মৃত্যু মনকে এলোমেলো করে দেয়। বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত পরিচালক আলম খান আঙ্কেল আর নেই ( ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলা সঙ্গীতকে তিনি যথেষ্ট সমৃদ্ধ করেছেন। ব্যক্তিজীবনে সৎ সরল নিরহংকারী আধুনিক মানুষ ছিলেন।তিনি আরও লিখেছেন, কঠিন পেশাদার এই মানুষটির সময়ানুবর্তিতা ছিল অসাধারণ। উনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি। স্মৃতিগুলো চোখে ভাসছে, ভীষণ কষ্ট হচ্ছে। আপনার সঙ্গে কাটানো প্রতিটি মূহুর্ত আমার জীবনের অনন্য অর্জন হয়ে থাকবে আঙ্কেল। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। দেশ ও জাতিকে অনেক দিয়েছেন, সেজন্য জানাই কৃতজ্ঞতা। আপনার আত্মার শান্তি কামনা করি আঙ্কেল।এদিকে আলম খানের মৃত্যুর কারণে আজ সন্ধ্যা ৭টায় মুক্তির অপেক্ষায় থাকা আসিফের নতুন গানের ভিডিও সাদা মেঘের ঢেউ- গানটি প্রকাশিত হবে না। আগামীকাল মুক্তি দেয়া হবে বলে জানান এই গায়ক।

সংবাদ প্রকাশঃ  ০-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email