সিটিভি নিউজ ।। দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান = বেঁচে থাকার জন্য খাদ্য জরুরী হলেও তার চেয়ে বেশী জরুরী নিরাপদ খাদ্য। কেননা খাদ্য ও স্বাস্থ্য একটি আরেকটি পুরিপূরক। টেকসই জীবন ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই। অনিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্য ঝুঁকিরেই কারণ না। বরং মানবদেহে বিভিন্ন রোগের অন্যতম কারণ।
তিনি বলেন, শুধু জরিমানার জন্য আইন নয়, আইন হচ্ছে মানুষের পাঁচটি মৌলিক অধিকারের একটি নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করা। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বায়নের যুগে টিকে থাকতে, নিজেদের স্বার্থে ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্য কর্মক্ষম গড়ে তুলতে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রাপ্তির বিকল্প নেই।
দিনাজপুর চেম্বার ভবন মিলনায়তনে জেলা বেকারী মালিক সমিতি ও রংপুর বি.এস.ই.আই এর যৌথ আয়োজনে জেলার সকল বেকারী কারখানায় নিরাপদ খাদ্য প্রস্তুতে বি.এস.ই.আই-এর লাইসেন্স বাধ্যতামূলক গ্রহণের জন্য উৎসাহিত করণের লক্ষ্যে আলোচনা সভায় এমন মন্তব্য করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর (সিএম) এর ফিল্ড অফিসার মো. মেসবাহ উল হাসান, জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ , বেকারী মালিক সমিতির উপদেষ্টা এম. প্রলেম চৌধুরী সহ সকল সদস্য বৃন্দ ।
অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শামীম শেখ ।
সংবাদ প্রকাশঃ ১৮–৮–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=