সিটিভি নিউজ।। আজ ১৮/৭/২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চকবাজার ও রাজগঞ্জ বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় দধির ওজনে কারচূপি করে ভোক্তাকে যথাযথ পরিমাণে দধি সরবরাহ না করায় চকবাজার এলাকার বিজয় মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, অক্ষয় মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা এবং রাজগঞ্জ বাজার এলাকার মিষ্টি ঘরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফৌজদারি রোড এলাকার সিপি ফাইভ স্টার নামের একটি প্রতিষ্ঠানে বেশি দামে ফান্টা বিক্রি করায় ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে প্রণোদনা হিসেবে জরিমানার ২৫% হিসাবে ১২৫০ টাকা প্রদান করা হয়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ প্রকাশঃ ১৮-০৭-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=