কু‌মিল্লায় ভোক্তা অ‌ধিদপ্ত‌রের অ‌ভিযান, চার প্র‌তিষ্ঠান‌কে অর্থদণ্ড

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।      কু‌মিল্লা, ০২ জুলাই, ২০২০ খ্রি.।  জানান ==
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক ম‌হোদ‌য়ের সা‌র্বিক নি‌র্দেশনায় কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে কুমিল্লার আদর্শ সদর উপ‌জেলার রাণীর বাজার  ও সদর দ‌ক্ষিণ উপ‌জেলার টমছম ব্রিজ বাজার এলাকায় তদার‌কি অ‌ভিযান  প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। এছাড়াও কা‌ন্দিরপাড় এলাকার ফুটপা‌তে বিক্রিত নিম্নমা‌নের মে‌ডি‌কেল সামগ্রীও তদার‌কি করা হয়। এ সময় ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে দুই মু‌দি প্র‌তিষ্ঠান মেসার্স আহম্মদ স্টোর‌কে তিন হাজার টাকা, ফার‌ুক স্টোর‌কে এক হাজার টাকা,  একজন মাংস বি‌ক্রেতা সাইফুল ইসলাম‌কে দুই হাজার টাকা এবং নিশাত ফা‌র্মেসীর মা‌লিককে চার হাজার টাকাসহ মোট ৪জন‌কে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ১০,০০০ টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নের সময় হ্যান্ড মাই‌কের মাধ্য‌মে উক্ত এলাকার দোকানী‌দের ও ফা‌র্মেসীর মা‌লিক‌দের নির্ধা‌রিত মূল্যে নিত্যপণ্য, ঔষধ ও অন্যান্য মে‌ডি‌কেল ইকুইপ‌মেন্ট ‌বি‌ক্রির প্র‌য়োজনীয় নি‌র্দেশনা দেওয়া হয়। কারসা‌জি ক‌রে নিত্যপণ্য ও ঔষধ সামগ্রীর দাম বৃ‌দ্ধি না কর‌তে, পাইকা‌রি ক্র‌য়ের ভাউচার সংরক্ষণ ও শা‌রী‌রিক দূরত্ব বজায় রে‌খে পণ্য ক্রয়-‌বিক্র‌য়ের অনু‌রোধ করা হয়। উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, সং‌শ্লিষ্ট বাজার ব্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।সংবাদ প্রকাশঃ  ০৩২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email