সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।। সাইফুল ইসলাম ফয়সাল: সংবাদদাতা জানান ===
কুমিল্লার গোমতী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে এক ব্যক্তির মরদেহ।
গোমতীর টিক্কারচর এলাকায় শুক্রবার দুপুর দুইটার দিকে শাহ আলম মিয়া নামের ওই ব্যক্তির মরদেহ ভেসে ওঠে।
পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক।
মৃত শাহ আলমের বাড়ী আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। তিনি অটোরিকশা চালাতেন।
তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে গোমতীতে মাছ ধরতে যান শাহ আলম। এর পর আর বাড়ি ফেরেননি। তাকে খোঁজাখুজি করে না পেয়ে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় অভিযোগ জানান স্বজনরা।
স্থানীয় লোকজন শুক্রবার দুপুরে মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দিয়ে। পুলিশ ও স্বজনরা গিয়ে মরদেহটি শাহ আলমের বলে শনাক্ত করে।
ওসি আনোয়ারুল জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্তের পর জানা যাবে।সংবাদ প্রকাশঃ ২৫–৪–২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=