সিটিভি নিউজ।। এ এম নোমান : সংবাদদাতা জানান ==
কুমিল্লা আর্দশ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের অলিপুর কাছরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা মনির হোসেনের উপর অর্তকিত হামলা চালায়। গত ২১.৫.২০২০ইং দুপুর ১টায় অলিপুর গ্রামের আবুল কালাম লাঠিসোটা নিয়ে একই গ্রামের মৃত.আব্দুল খালেক ভূইয়ার পুত্র সমাজ সেবক মনির হোসেন (৪৯) এর উপর অর্তকিত হামলা চালালে মনির হোসেন গুরুতর আহত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-মনির হোসেনের পালিত কুকুর কে অহেতুক ভাবে আবুল কালাম মারধর করে, এতে মনির হোসেন ক্ষিপ্ত হইয়া আবুল কালামকে উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাহার বাড়ির উঠানে গেলে আবুল কালাম, মোহাম্মদ আলী ও আবুল হাশেমসহ তাদের বাহিনীর অন্যান্য সদস্যরা পূর্ব পরিকল্পিত অনুযায়ী মনির হোসেনকে ঘরের ভিতর আটক রেখে কালাম বাহিনীর সন্ত্রাসীরা বেধম মারধর করে। মনিরের আত্মচিৎকারের শব্দ পাইয়া অলিপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা তাহাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে প্রেরণ করে। মনিরের চিকিৎসা রেজি: নাম্বার:৬০৩৭, কুমিল্লা জেনারেল হাসপাতাল। এ বিষয়ে কুমিল্লা কোতয়ারী মডেল থানায় মনির হোসেন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ক্যান্টম্যান্ট পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহম্মেদ এর সাথে কথা বললে তিনি জানান-মনিরের উপর হামলার বিষয়ে ৩ জনকে বাদী করে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত পক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তিদের অভিযোগ প্রমান হলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হইবে। উল্লেখ্য যে-২১.৫.২০২০ইং কালাম বাহিনীর হাতে মনির হোসেন জিম্মি থাকলে এলাকার লোকজন কালাম বাহিনীর হাত থেকে মনির হোসেন কে বাচাঁতে গেলে, সে ভিডিওটি কালাম বাহিনীর গংরা ফেসবুকসহ বিভিন্ন আইডি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এলাকাবাসীদের দাবি-কালাম প্রধানসহ অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতার করলে সমাজে যেন স্বস্তি ফিরে আসবে। নাম প্রকাশে সমাজের বিভিন্ন ব্যক্তিরা গণমাধ্যমকে জানান-কালাম বাহিনীর সব সময় এলাকার শান্তি বিনষ্ট করার পায়তারায় লিপ্ত থাকে। ।সংবাদ প্রকাশঃ ১০-৬-২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। CTVNEWS24 See More সিটিভি নিউজ।। =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন
কুমিল্লায় পালিত কুকুরকে মারধর করার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় আহত-১
সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন