সিটিভি নিউজ।। নেকবর হোসেন সংবাদদাতা জানান === কুমিল্লা জেলায় আজ বৃহস্পতিবার সর্বোচ্চ ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৪ জনে।
আজকের রিপোর্টে ২ জনকে মৃত দেখানো হয়েছে। এদের মধ্যে দেবিদ্বারে ১ জন ও আদর্শ সদরে ১ জন। ফলে মৃত্যু সংখ্যা ৮৭ জন হলো
আজকের রিপোর্টে ১৫১ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনে ৯৪ জন, আদর্শ সদরে ১২ জন, বুড়িচংয়ে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন, মেঘনায় ২ জন, নাঙ্গলকোটে ৫ জন, মনোহরগঞ্জে ২ জন ও বরুড়ায় ৩৩
আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ১১ জন, নাঙ্গলকোটে ১৩ জন, বুড়িচংয়ে ৮ জন, দেবিদ্বারে ১ জন, লাকসামে ১৫ জন, চান্দিনায় ৮ জন, মনোহরগঞ্জে ৭ জন, মুরাদনগরে ৪ জন, হোমনায় ২০ জন, দাউদকান্দিতে ১২ জন, তিতাসে ১৪ জন, মেঘনায় ৩ জন ও লালমাইয়ে ৫ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৯২ জন, মুরাদনগর ২১৯ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৭৬৬ জন, লাকসামে ১৮৭ জন, চান্দিনায় ১৭৯ জন, তিতাসে ৮৫ জন, দাউদকান্দিতে ১২৭ জন, বরুড়ায় ৮৪ জন, বুড়িচংয়ে ১৫৮ জন, মনোহরগঞ্জে ৮১ জন, ব্রাহ্মণপাড়ায় ৫১ জন, নাঙ্গলকোটে ১৭২ জন, হোমনায় ৮৯ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৭৫ জন, লালমাইয়ে ৪৩ জন, চৌদ্দগ্রামে ২২৫ জন, আদর্শ সদরে ১১২ জন, মেঘনায় ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৭ হাজার ৭২৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৫ হাজার ৯৫০ জনের। এর মধ্যে ২ হাজার ৯৯৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৮৭ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ১৯১ জন।
সংবাদ প্রকাশঃ ২৫–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=