কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত।। আহত ৪

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    কুমিল্লা  সংবাদদাতা জানান ===
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন।
শুক্রবার রাত পৌণে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে দেবিদ্বার উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌণে ৮টার দিকে কালিকাপুর কোল্ড ষ্টোরেজের পাশে ফাঁড়ি রাস্তা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা মহাসড়কে উঠতেই  একটি মালবাহী ট্রাকের নীচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হয়। বাকী যাত্রীরা গুরুতর আহত হয়।
হতাহতরা সবাই সিএনজি চালিত আটো রিক্সার যাত্রী।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।সংবাদ প্রকাশঃ  ১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email